অন পেজ এসইও সবকিছু বাংলায়
- 18-Jan-2023 10:09AM
- Hosneara Himu
- 812
অন পেজ এসইও কি আশাকরি সেটা ইতিমধ্যেই আপনি আমার আগের আর্টিকেল পড়ে অবগত হয়েছেন। তবুও জানা দরকার যে একটি ওয়েবসাইট এর অভ্যন্তরীণ সকল কাজ ই অনপেজ এসইও সিরিজের আওতাভুক্ত।
আপনি যে সকল কাজগুলো করবেন তা হলো -
* ভালো মানের কনটেন্ট লেখা।
* পোস্ট ইউআর এল শর্ট করার চেষ্টা করা।
* সাইটের মধ্যে Loading স্পিড বৃদ্ধি করা ।
* ইন্টারনাল /এক্সটারনাল লিংকিং করা ।
* LSI word linking এর সাথে সম্পর্কযুক্ত শব্দ গুলো ব্যবহার করতে হবে Keyword এর সাথে যুক্ত Internal / External বিষয় গুলো।
* পোস্টের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করা।
* HTML ট্যাগ h1,h2,h3,h4 সঠিক ভাবে ব্যবহার করা ।
মনে রাখতে হবে ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক এর স্থায়িত্ব ও আস্থা বাড়ানোর জন্য সহজ সরল ও অর্থপূর্ণ ভাষায় কন্টেন্ট লেখার বিকল্প নাই।
ট্রাফিক এর সুবিধার্থে করনীয়
১। পেজ ডিজাইন এ সতর্ক থাকতে হবে যাতে লেখাটি ভালোভাবে পড়তে পারা যায় ।
২। ছোট ছোট প্যারা আকারে লিখা।
৩। Bullet point (*** ...) ও Number list ( ১ ২ ৩) ব্যবহার করা ।
৪। Multimedia ( image / video )
৫। Graffically presentation.
৬। সোশ্যাল Share option এ অন্তর্ভুক্ত করা ।
৭। পেজ Loading স্পিড ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যে রাখা ।
৮। SSI certificate যুক্ত page (Https) রাখা ।
এছাড়া ও
* Robots.txt.
* Site map .
* Manual seo index .
* Schema.
জানা উচিৎ, কেন SEO করব ?
আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে Rank করানোর জন্য এসইও করে থাকি। কারণ সঠিক এসইও করার মাধ্যমে ওয়েবসাইটটি রেজাল্ট পেজের প্রথম এ আসার সম্ভাবনা থাকে। ফলশ্রুতিতে যখন মানুষ কোন কিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্ট পেজের প্রথম এ যারা থাকে তাদের লিংকটি ক্লিক করে।
কিভাবে একটি কন্টেন্ট ১০০% SEO করবেন ?
১। প্রথমে আপনার নিশ সিলেক্ট করার পর কিওয়াড রিচার্জ করে কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে একটি টাইটেল দিবেন। চেষ্টা করবেন ৬৫-৭০ মধ্যে ক্যারেক্টারের মধ্যে রাখা।
২। পরবর্তীতে Meta description দিতে হবে। মনে রাখবেন Meta description টি ১৬০ ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। অর্থাৎ বেশি বড় ও জেন না হয় আবার বেশি ছোটও যেন না হয় । এখানে কমপক্ষে ২ বার আপনার টাইটেল এর কিওয়ার্ড লেখা যাবে।
৩। আপনার কন্টেন্ট এর সাথে মিল রেখে ট্যাগ দিতে হবে। ট্যাগ মূলত ভিজিটররা যে শব্দ গুলো দিয়ে search করবে সেগুলই heading tag . প্রত্যক প্যারার সাথে (h1,h2,h3.h4....এভাবে আপনি ট্যাগ use করতে পারবেন।
৪। তারপর আপনার importent keyword টি কালারিং,বোল্ড,ইটালিক করে অর্থাৎ ফোকাস keyword যুক্ত করতে হবে যাতে পাঠক সহজে খুঁজে পায় এবং পড়ার সুবিধা হয়।
৫। বার বার একই শব্দ ব্যবহার না করে আপনার মূল কিওয়ার্ডটির synonym অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করতে পারবেন।
৬ । টার্গেট কিওয়ার্ডটি ব্যবহার করতে ১০০ ওয়ার্ডের মধ্যে ২ থেকে ৩ বার রাখতে হবে।
৭। টেবিল অব কন্টেন্ট মানে এই আর্টিকেলটিতে পাঠক কি কি সুবিধা পাবে তার একটা সূচি প্রশ্ন আকারে বক্সে দেখানো । এতে পাঠক তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি খুব সহজেই খুঁজে পাবে।
৮। আপনার আর্টিকেলের সাথে মিল রেখে google কে বোঝানোর সুবিধার্থে একটি image এর ক্যাপশন ও alter tag দিতে হবে।
৯। ইন্টারনাল লিঙ্ক এর ক্ষেত্রে আপনার নিজের websiter মধ্যে অন্য আর্টিকেলের কিছু সামঞ্জস্যপূর্ণ তথ্য এংকরের মাধ্যমে দেখাতে হবে।
আর Externel লিঙ্ক এর জন্য অন্য website থেকে মিলপূর্ণ কিছু তথ্যর শেয়ার করা। যেমন উইকিপিডিয়া, ,
১০। Readiable এর ক্ষেত্রে আর্টিকেলটির ভাষা সহজ, সরল,শ্রুতিমধুর ও তথ্যবহুল হতে হবে এবং লেখাটি ছোট ছোট প্যারা করতে হবে যাতে পাঠক পড়তে ও বুঝতে পারে কম সময়ের মধ্যে।
অর্থাৎ ট্রাফিক যেন Boaring feel না করে, Happy feel করে সেদিক টা Follow করতে হবে।