লোকাল এসইও তে KGR বের করার সহজ ফর্মুলা
- 13-Mar-2023 10:02PM
- Hosneara Himu
- 689
আপনি যেভাবে খুব অল্প সময়ে একটা Keyword এর মধ্যমে KGR বের করবেন তার উপায় বা বিশ্লেষণাত্তক বিষয়গুলি তুলে ধরা হলো --
KGR = Keyword Golden Ratio.
কিছু Keyword আছে যেগুলো খুব সহজে Rank করতে পারবেন। আপনি যদি কোন client এর- জন্য নতুন website এর কাজ করেন এবং আপনি যদি দেখাতে পারেন তার যেকোন একটা key- Word কে খুব easyly Rank নিয়ে আসছেন, তাহলে client কিন্তু অনেক বেশি Happy হয়ে যাবে। এবং পরবর্তীতে এই কাজগুলো আরো পাবেন। compitition কম থাকবে But মানুষের চাহিদা বেশি থাকবে ।
KGR বের করার সূত্র (All in Title ÷ SV)
এখন All in title হলো - কতগুলো website আছে যেগুলো নির্দিষ্ট keyword টি শুধুমাত্র title এ ব্যবহার করছে।
মনে করেন, যদি আপনি SCO লিখে সার্চ করেন তাহলে গুগল search result এ অনেক দেখাবে। তাহলে এখন এটি যদি All inTitle এ নিয়ে যান তাহলে কমে যাবে। শুধুমাত্র spacific title টি পাওয়া যাবে। এবং এটা যারা use করছে তারাই প্রকৃত পক্ষে আপনার compititon এবং আপনি এখন খুব সহজেই বের করতে পারবেন।
kGR Filtering Keyword.
সুত্র : All in title ÷ SV = 0.25 very Good.(Easyly rank)
SV = 0.25 -1.00 (Average)
Long tail keyword টি KGR হয়। এটি বের করবেন যেভাবে --
Step-1: Answer the public এ যাবেন, সেখানে দেখবেন Discover what people are asking about.এখন মানুষের প্রশ্নে উত্তর দেওয়ার যেকোন website এর -জন্য Targeted Keyword নিবেন, control c দিবেন copy করবেন then pest করবেন। আর Tangeted = location দিবেন Search এ click করবেন। এখানে The Visualization data দিবে যেটা Image আকারে থাকে। সেখানে data তে গেলে অনেকগুলো keyword পাবেন।
এবার আপনার Target অনুমারে Title select করে KGR বের করতে পারবেন।
বি: দ্র : Ahrefs keyword এর মাধ্যমে search Volume বের করা যায়।