নতুন বছরে নববর্ষের শুভেচ্ছা কার্ড
- 13-Apr-2022 04:16AM
- Hosneara Himu
- 1045
পুরাতন কে বিদায় জানাতে ও নতুন কে স্বাগত জানাতে বছর ঘুরে আবার ও এলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ ।
সাধারণত ইংরেজী এপ্রিল মাসের মাঝামাঝি অর্থাৎ ১৪,১৫ তারিখের দিকে বাংলা বৈশাখ মাস আসে। এ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন । পহেলা বৈশাখ বাঙালির সর্ববৃহৎ সার্বজনীন লোকউৎসব । পৃথিবীর সর্বত্রই নববর্ষ একটি প্রচলিত সংস্কৃতিধারা ।
১লা বৈশাখ ঃ ১লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের ১ম সনের ১ম দিন, ১ম মাস । এ দিনকে কেন্দ্র করে সকল বাঙালিরা বিভিন্ন উৎসব আনন্দ করে থাকে ও নতুন বছরকে বরন করে নেয় । কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল ১লা বৈশাখ । অতীতের দুঃখ ,বেদনা, ভুলত্রুটি মুছে নতুনের দিকে সাড়া দেয়ার মধ্যদেয়া এ দিনটি উদযাপন করা হয় । চৈত্রমাসের শেষ দিনের সূর্যাস্তের পর রাতের শেষে নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে নতুন বছর শুরু হয় । নববর্ষ ঐতিহ্যের ধারক ।
নববর্ষের শুভেচ্ছা কার্ডঃ আধুনিক সময়ে বিভিন্ন মাধ্যমে পছন্দের মানুষকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন মাধ্যম অনুসরন করা হয়ে থাকে তার মধ্যে জনপ্রিয় মাধ্যম হল গিফট কার্ড । বিভিন্ন উৎসব ও দিনকে শুভেচ্ছা জানাতে এ কার্ড টি ফ্রিতে পাঠাতে পারবেন ।
আপনি আপনার বার্তা দিয়ে আপনার পরিবার, বন্ধু বা যে কাউকে শুভেচ্ছা জানাতে পারেন । শুধু আপনার উপহারের কার্ডটি বেছে নিন এবং নাম আথবা শুভেচ্ছাটি লিখুন । এবার create ক্লিক করুন ৷ এতে আপনার নাম আথবা শুভেচ্ছা মেসেজটি একটি কার্ড হয়ে যাবে । এটি একটি চমৎকার উপহার কার্ড তৈরি করবে এবং আপনি আপনার ফেসবুক,হোয়াটস্যাপ,টুইটার বা লিঙ্কডিন সরাসরি শেয়ার করতে পারবেন | অথবা আইকন ক্লিক করে লিংকটি কপি করে যেকোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন ।
নববর্ষ জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করে আনন্দের স্পর্শ এনে দেয় । কবির ভাষ্যে -
"নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে
শুভ সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে "