Off পেজ এসইও সবকিছু বাংলায়
- 24-Jan-2023 11:58AM
- Hosneara Himu
- 799
অফপেজ এসইও ঃ ওয়েবসাইটের প্রচার এবং জনপ্রিয়তা লাভের জন্য মার্কেটিং করার কৌশল হচ্ছে অফপেজ এসইও । আপনার সাইটের রিলেটিভ অন্য কোন সাইট থেকে নিজের জন্য লিঙ্ক নিয়ে আসাটাই মূলত অফপেজ এসইও কার্যাবলীর অন্তর্ভুক্ত। আবার বিভিন্ন মিডিয়াতে লিঙ্ক শেয়ার করতে অফপেজ Seo করা যায় । যে কাজগুলো করতে হয়।
# গেস্ট পোস্টিং করা ।
# সোশ্যাল বুকমার্কিনং
# ইমেজ সাবমিশন ।
এবার আসুন জেনে নেওয়া যাক- Link building (ব্যাকলিংক) Domain Authority কি?
Link bulding (বাংকলিংক) Domain Authority যে ধরনের ব্যাংকলিংকস website কে খুব কম সময়ে তাড়াতাড়ি Top list a show করবে।
Backlinks মূলত করা হয় একটা website থেকে অন্য website এর Athority pass করানোর জন্য। Supose, P website client এর website এখন q website থেকে Backlink create হবে এবং P এর জন্য তখন q website আমাকে Athority pass করবে। এই Athority কে Link choose বা Reference বলা হয়।
সুতরাং Backlink হলো নতুন website এর জন্য অন্য আরেকটি website এর রেফারেন্স নিয়ে আসা।
বাংকলিংক দুই ধরণের হয়ে থাকে-
১। ডুফলো (Do Follow Backlink)
২। নোফলো (No Follow)
এবার কাজের কথায় আসা যাক - আপনি যদি কোন website কে বাংকলিংক দিতে চান সেক্ষেত্রে Anchor text টি সিলেক্ট করে তারপর লিংক অপশনে ক্লিক করে আপনার কাঙ্খিত ওরেসাইটের আটিকেলের URL পোষ্ট করে দিবেন। তাহলে External ব্যাংকলিক হিসেবে count হবে।
Do Follow বনাম No Follow
Follow মানে কাউকে অনুসরণ করে চলা যাওয়া অর্থাৎ Do Follow হলো অনুসরণ করে চলা। এই লিংকে google রোবট যেভাবে কাজ করে তা হলো- Internal পেজে এসে Link Up এর মাধমে অন্য লিংকযুক্ত page ফলো করে চলে যাওয়া। আর No Follow মানে হচ্ছে ফলো না করা অর্থাৎ আমি এই page টি Link up করছি কিন্তু তুমি ঐখানে যেওনা মানে ঐpage টাকে Index করো না। এটা কেন না করছি কেন যেতে বলছি।
Do Follow লিংক এক ধরনের Link chose pass হয়। এটা হলো Link Choose value pass হওয়া। • গুগোল যখন Do Follow করে No Follow পেজে ভায়া হয়ে যায় তখন একধরনের লিংক চুজ pass হয়- যেটা Ranking Fectore help করে ।
এখন আমরা যেটা করবো তা হলো আমি যখন আমার website এর internal Linking করবো তখন সেটা Do Follow হবে অর্থাৎ আমার page Link Up করাচ্ছি কিন্তু আমি যখন অন্য কাউকে ব্যাকলিংক দিব তখন No Follow হবে। সুতরাং যত টাইপের Out Bound internal Linking সেটা No follow হবে।
আমরা যদি অন্য কারো কাছে থেকে ব্যাংকলি নিয়ে আসতে চাই আমার ওসেসাইটে তাহলে Do Follow টাইপের হবে। কারণ ঐ website থেকে যদি গুগোল এর রোবট আমার websiteএ না আসতে পারে তাহলে Link value pass হবে না বা কোন লাভও হবে না।
সুতরাং আমরা যখন ব্যাকলিংক করবো তখন যেন Do Follow ব্যাকলিংক পাই, No follow না।
কি? কি? বিষয়ে সতর্ক থাকা উচিত
* Domain Authority
*Most Relevent (website এবংcontain)
*Trust Authority site.