পস প্রিন্টার এর সকল সমস্যার সমাধান
- 19-Apr-2022 03:23AM
- Zahidul Islam
- 1879
যারা লারাভেল নিয়ে কাজ করে তাদের বেশির ভাগ সময় যে কোন প্রোজেক্ট এর একটা পার্ট প্রিন্ট এর কাজ করতে হয় । বিশেষ করে পস প্রিন্টারের ক্ষেত্রে আমাদ্রের অনেক বেসি জাহামেলায় পরতে হয় । কারণ বিভিন্ন প্রিন্টারের সেটিং ভিন্ন ভিন্ন হয়ে থাকে । তবে পস প্রিন্ট করার ক্ষেত্রে আমারা বেশির ভাগ থারমাল প্রিন্টার ব্যবহার করে থাকি ।
ফ্রন্ট এন্ড ডেভেলপার কমপ্লিট গাইডলাইন
এইচটিএমএল এর কোডিং ভিউ অ্যান্ড প্রিন্ট ভিউ এর সিএসএস আক্তু ভিন্ন হয়ে থাকে । কিন্তু প্রিন্ট সিএসএস এর খুব বেশি resource পাওয়া যায় না । সেক্ষেত্রে নতুন দের অনেক বেসি জামেলায় পরতে হয় । তাঁদের এই পোস্ট তি হেল্প করবে । যেমনঃ
১. প্রিন্ট সিএসএস অবশ্যই Row css লিখা । অর্থাৎ কোন framework use না করা ।
২. পস প্রিন্টার এর ক্ষেত্রে Height Auto । সেই সাথে Margin দাওয়া।
৩. Browser Fix করে css লেখা। আমি আমার সকল প্রোজেক্ট প্রিন্ট এর ক্ষেত্রে Chrome browser করে দেই।
৪. প্রিন্টার এর Driver ঠিকমত Install করা ।
৫. browser এর ডিফল্ট হেড & ফুট এর চেক মার্ক তুলে দাওয়া।
৬. Role বা Paper সাইজ কত বা MM তা মেপে print css Width ফিক্স করা।
৭. ভালো ব্রান্ডের প্রিন্টার Use করুন
সাধারণত এই সকল বিষয়গুলো ঠিকমতো করতে পারলে পস প্রিন্টার এর সমস্যার ৯৯% সমাধান হয়ে যায় । কিছু ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে । আপনার কোন সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন । সমাধান করার চেষ্টা করা হবে। পোস্টটি আপনার উপকারে আসলে শেয়ার করবেন আসা করি।
বিশেষ সমস্যার সমাধানের জন্য Contact করতে Conatct Us a click