ওয়েব ডিজাইন কি
- 31-Jul-2022 10:08PM
- Zahidul Islam
- 907
web design হচ্ছে একটা website দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। একজন ওয়ব ডিজাইনার হিসাবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ সাইডের টেমপ্লেট বানানো। অর্থাৎ,ওয়বসাইটের মেনু বার কোথায় হবে,কি কি কনটেন্ট থাকবে, কিভাবে থাকবে, এক কথায় কিভাবে একটা ওয়বসাইটকে সুন্দর ভাবে মকনুষের সামনে উপস্থাপন করতে যা যা প্রয়োজন তাই ওয়েব ডিজাইন।আর এই কাজটি যনি করে থাকেন তিনি হলেন ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনারকে front end deblopment ও বলা হয়ে থাকে।
✅একজন ওয়েব ডিজাইনার হতে হলে যে যে বিষয় সম্পর্কে জানতে হবে… 🔸HTML(Hypertext markup language) 🔸CSS(Cascading style sheet) 🔸JS(JavaScript) 🔸Photoshop ইত্যাদি। 💥Web development. ইন্টারনেট এর জন্য যেসব ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপলিকেশন তৈরি করা হয়। আর এগুলো তৈরির প্রক্রিয়াকে বলা হয় web deblopment. যে ব্যাক্তি ওয়েবসাইট তৈরি করে অথবা ডেবলাপ করে তাকে ওয়েব ডেবলাপার বলা হয়।
✅ওয়েব ডেবলপার তিন ভাগে বিভক্ত। 🔸Front end development. 🔸Back end development. 🔸Full stack development. 💥Front end নিয়ে আমরা উপরে কথা বলে এসেছি।যিনি web designer মূলত তিনিই front end developer. 💥স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজে যদি রূপান্তর করে তাকেই back end devloper বলে। 💥একজন back end developer হতে হলে জানতে হবে…. 🔸PHP/Python সম্পর্কে।
✅একটি পরিপূর্ণ ওয়েবসাইট সাইট বানাতে হলে জানতে হবে যে যে বিষয়.. 🔸HTML. 🔸CSS. 🔸Responsive design. 🔸Js. 🔸PHP/Python.
✅এখন প্রশ্ন হল এসব কোথা থেকে এসব শিক্ষব।চলুন তাহলে জেনে নেয়া যাক সোর্স গুলে… 🔸বই পড়া। 🔸ইউটিউব / গুগল। 🔸কোর্স করা।
✅সব কিছু শেষ করে একজন ডেবলপার/ডিজাইনার হতে হলে আপনাকে ব্যায় করতে হবে ৩-৪ টি বছর। বি:দ্র:ব্যাক্তিগত মতামত