কোডিং শিখার সহজ উপায়
- 17-Sep-2022 09:51AM
- Hosneara Himu
- 1736
চতুর্থ শিল্প বিপ্লব এর ভাষা হবে কোডিং । তাইতো আগামী প্রজন্মের কাছে কোডিং বা প্রোগ্রামিং যেমন একটি ভাষা, তেমনি সৃষ্টিশীলতার একটি মাধ্যম ।
কোডিং কি ?
কোডিং হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে ভাষায় কম্পিউটারের সাথে কথা বলি সেটিই মূলত কোডিং । এককথায় কোডিং হলো ভাষার রূপান্তর। মনে করুন কোডিং আমাদের নিউ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারান্টি ।অর্থাৎ আমরা কম্পিউটারের সাথে যেভাবে যোগাযোগ রাখি।
কোডার কাকে বলে ?
যে কোডিং লিখতে পারে তাকে কোডার বা programmer (প্রোগ্রামার) বলা হয়। এক কথায় যিনি বা যারা কোডিং করেন তাদেরকে কোডার,প্রোগ্রামার বা ডেভোলপার বলা হয়। এক দিনে কেহ কোডার হতে পারে না । এর জন্য নিয়মিত কোডিং করতে হয়। আপনি যদি কোডার হতে চান তাহলে আগে বিভিন্ন Resource থেকে জেনে নিন কোন কাজে কি ধরনের কোডিং জানা লাগবে। এর পর আপনি সিদ্ধান্ত নিন আপনি কোন কোডিং language শিখবেন । আপনি যতবেশি কোডিং লিখবেন তত বেশি কোডিং মনে রাখতে পারবেন।
জেনে নিন কোন প্রোগামিং ভাষা কোন কাজে লাগে
কি কোডিং ল্যাঙ্গুয়েজ শিখব ?
প্রফেশনালি কোডিং এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। তবে আপনাকে প্রথমত ঠিক করতে হবে কোন স্টেপ এর কোডিং আপনি শিখবেন বা কোন কাজের জন্য ইউজ করবেন। অর্থাৎ কি কাজে কোন কোডিং করবেন
অথবা আপনি কেন কোডিং করতে চান ?
তাহলে উত্তর জেনে নিন।
আপনি যদি শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার জন্য এইচটিএমএল সিএসএস পারফেক্ট পয়েন্ট হবে। এর পাশাপাশি Interactive web site এর জন্য আপনাকে javascript,php,sql এবং pythone জানতে হবে।
আবার মোবাইল app বানানোর জন্য বা android অ্যাপ্লিকেশান এর জন্য জাভা অথবা codelink শিখতে হবে ।
এভাবে আপনি আপনার সঠিক পোগ্রামিং ভাষা শিখতে পারেন। তবে ডেভলোপাররা বিগিনারদের জন্য প্রথমত html,css,js,php , পাইথন বা জাভাস্ক্রিপ্ট শেখার পরামর্শ দিয়ে থাকেন।
কোথা হতে আপনি কোডিং শিখবেন?
কোডিং তথা পোগ্রামিং ভাষা আয়ত্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হলো আপনার রিসোস নির্বাচন করা। অর্থাৎ আপনি কোথাহতে বা কোন মাধ্যম ব্যবহার করে কোডিং শিখবেন। আপনি চাইলে আনলাইনে অনেক ডেভোলপারদের বিভিন্ন ভিডিও,আর্টিকেল, ব্লগ ও কোর্স কিংবা বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে শিখতে পারেন । এছাড়া বেশ কিছু পেইড কোর্স আছে সেখান থেকে শিখতে পারেন।
আবার আপনার বই পরার অভ্যাস থাকলে যে ভাষার ওপর কোডিং করতে চান সেই ভাষার কোডিং বই কিনেও আপনি শিখতে পারেন।
কোডিং এর ভবিষ্যৎ বানী ঃ
আগামী দিনগুলোতে কোডিং ব্যবহার সব থেকে বেশি হবে। ভবিষ্যতে সকল গাড়িতে কোডিং দ্বারা driver less করা হবে। এবং বাসা বাড়ির চুলা হতে ফ্যান পযন্ত AI কোডিং দ্বারা নিয়ন্ত্রিত হবে। এমনকি বাল্পের আলো কম বেশি করা যাবে কোডিং দিয়ে । এছাড়া নতুন নতুন জন্ত্রপাতি, চিকিৎসা,ও কৃষি ক্ষেত্রে রোবট দিয়ে পরিচালিত হবে যার মূল হবে কোডিং ।
যেমন ফেসবুক, youtube সহ গেমিং অ্যাপ গুলো তৈরি করা হয়েছে কোডিং দিয়ে। এক কথায় কোডিং দিয়ে সব সম্ভব হবে এক সময়। সুতরাং আধুনিক যুগে কোডিং করা অনেকটা জাদুর মত।
সর্বশেষ আমি আপনাকে বলব real life এ বেশি বেশি চর্চা করতে হবে এবং মনোযোগ দিয়ে টাইপ করতে হবে । তাহলে আপনি হতে পারেন একজন সফল কোডার ইনশাআল্লাহ্ .।
Md Mehdi Hasan
মন্তব্য সময় - 2 years ago
very good suggestions
উত্তর :
Thanks
1
0