তরুন প্রজন্মের আইটি ক্যারিয়ার

ডাক্তার না ইন্জিনিয়ার হবেন ভাবনাটা পুরোপুরি আপনার।


যারা আইটি নিয়ে ক্যারিয়ার গড়ার চিন্তা করছেন অথবা যারা আইটি'তে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের লেখা:
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা প্রেডিকশন দিয়েছে যে 2023 সালের মধ্যে বহু কর্মদক্ষ মানুষ তাদের কর্মদক্ষতা গুলো অচল হয়ে যাবে নিত্য নতুন টেকনোলজি'র কারণে। নতুন নতুন আবিস্কারের করণে কতকিছু পৃথিবী থেকে নাই হয়ে গেছে তার কোন হিসেব নেই।

তাই যুগের চাহিদাকে সামনে রেখে কিষ্টাল ক্লিয়ার ভিশন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।তাই আধুনিক টেকনোলজির পাশাপাশি আপকামিং টেকনোলজির দিকেও দৃষ্টি রাখতে হবে।তাই আমাদের প্রতিনিয়ত স্কিল এবং নলেজ দুটুই আপগ্রেড করতে হবে।

 

অপ্রিয় হলেও সত্য যে বহু স্কিল ফুল মানুষ সামনে বেকার হয়ে যাবে।চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে।মানুষ এবং মেশিন পাশাপাশি কাজ করতে হবে এবং এগুলো আমাদের আয়ত্তের মধ্যে আনতে হবে। আমাদের নতুন টেকনোলজি উপরে অনেক ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে দিন দিন।

 

তাই আপনারা শিখতে পারেন ডিজিটাল ট্রান্সফরমেশন, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডাটা সাইন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, অটোমেশন, এজ কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ব্লক চেইন, ভার্চুয়াল রিয়ালিটি, ইন্টারনেট অফ ভ্যালু ইত্যাদি।

পড়াশোনার পাশাপাশি ট্রেনিং করুন, কর্ম ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখুন। আপনার অর্জিত ডিগ্রি গুলো জবে এপ্লাই করতে সহযোগিতা করবে কিন্ত জবে টিকে থাকতে হলে নিজেকে নতুন ভাবে তৈরি করতে হবে। কালেক্টেড বাই

আপনি ও পছন্দ করতে পারেন