অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতের ভূমিকা
- 15-Apr-2022 01:31AM
- Zahidul Islam
- 1524
প্রথম অধ্যায়
ভূমিকা
স্বাধীনতার সময় বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে যে উৎপাদন ও ভোগ কাঠামো লাভ করে তা পর নির্ভরশীল ছিল । স্বাধীনতার পর পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন হবার ফলে বিদেশের সাথে নতুন ভাবে বাণিজ্য সম্পর্ক বিন্যাস্ত করার প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায় ।
বাংলাদেশ আমদানি নির্ভর দেশ । এদেশের আয়তন কম হওয়া সত্বেও এখানকার জনবসতি ১৮ কোটির কাছাকাছি । তবে এদেশ ১৯৮৩-৮৪ সাল থেকে অল্প সংখ্যক পন্য রপ্তানি করে থাকে । আমাদের দেশের রপ্তানি খাতের ৪১% বাজার পুঁজিবাদী দেশগুলোর সাথে । একই সাথে এই সকল দেশ গুলো থেকে ৫৮ শতাং পন্য আমদানি করা হয় । অপর দিকে সমাজতান্ত্রিক দেশ গুলোর সাথে আমদানি রপ্তানি সম্পর্ক থাকলেও এ সকল দেশে যে পরিমাণ পন্য আমদানি করা হয় তার চাইতে খুবই অল্প পরিমাণ পণ্য রপ্তানি করা হয় ।
বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ঘটেছে । এই অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । বিশেষ করে সরকারী বেসরকারী ভাবে উৎপাদিত বিভিন্ন পন্য বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে । এক্ষেত্রে শিল্পজাত পন্য যেমন তৈরী পোশাক,ওষুধ, চামড়া ইত্যাদি সহ বিভিন্ন কৃষি পন্য বিদেশে রপ্তানি করছে । এছাড়া প্রচলিত ও অপ্রচলিত পন্য যেমন হিমায়িত চিংড়ি, ব্যাঙের পা, ফুল, মানব শ্রম বিশেষভাবে উল্ল্যেখযোগ্য । রপ্তানি শিল্পের অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে ।
এছাড়া বিদেশে বাংলাদেশের পন্যের ব্যাপক চাহিদা থাকার ফলে, এদেশের রপ্তানি আয় আরও বৃদ্ধি পাচ্ছে ।
রপ্তানি নির্ভর উন্নয়নঃ
রপ্তানি নির্ভর উন্নয়ন বলতে কোন দেশকে কেবলমাত্র রপ্তানি দ্বারা অর্জিত বৈদেশিক মুদ্রার দ্বারা অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করাকে বুঝায় । অর্থাৎ কোন দেশ ক্রমাগত রপ্তানি বৃদ্ধি করলে ঐ দেশের শিল্পের বিভিন্ন সেক্টরে চাপ পড়বে যার ফলে কৃষি ও শিল্পের উন্নয়ন সাধন হবে ।
রপ্তানি বাণিজ্যের কয়েকটি হাতিয়ারের সংজ্ঞাঃ
রপ্তানি করঃ
একটি দেশ তার বৈদেশিক বাণিজ্যকে নানাভাবে নিয়ন্ত্রন করতে পারে । শুল্ক প্রাচীর ছাড়াও আরও কতক গুলো প্রন্থা আছে, যার মাধ্রমে একটি দেশের বাণিজ্য নীতি পরিচালিত হয় । শিল্প উন্নত দেশে রপ্তানি কর খুবই কম ধরা হয় । উন্নয়নশীল দেশে বেশি রপ্তানি কর দেখা যায় । যেমন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কাঁচামাল রপ্তানি ও খাদ্য রপ্তানির ক্ষেত্রে কর আরোপিত হয় । উন্নয়নশীল দেশসমূহ বিভিন্ন কারণে তাদের রপ্তানির উপর কর আরোপ করে । যেমনঃ-
১. রাজস্ব বৃদ্ধির জন্য রপ্তানি কর আরোপিত করা হয় ।
২. বাণিজ্য হারের উন্নয়নের জন্য রপ্তানি কর আরোপিত করা হয় ।
৩. দেশের অভ্যন্তরে কাঁচামালের প্রক্রিয়াজাতকরণের জন্য রপ্তানি কর আরোপিত করা ।
রপ্তানি ভর্তুকি ঃ
রপ্তানি ভর্তুকি রপ্তানি করের ঋণাত্বক অবস্থা বলে বিবেচিত করা হয় । তাই রপ্তানি ভর্তুকি নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন নেই । রপ্তানি ভর্তুকির প্রাথমিক উদ্দেশ্য হলো বিদেশি ব্যয়কে কিভাবে দেশীয় দ্রব্যের ক্ষেত্রে স্থানান্তরিত করে রপ্তানি বাড়ানো যায় ।
রপ্তানি ভর্তুকি আবার দুই ধরণের হতে পারে ।
১. ঙাবৎঃ রপ্তানি ভর্তুকি
২. ঈড়াৎঃ রপ্তানি ভর্তুকি
রপ্তানি কোটাঃ
একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানির পরিমাণ নিয়ন্ত্রের মাধ্যমে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করতে পারে । সরকার ঘোষণা দিতে পারে যে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশ নির্দিষ্ট পন্য রপ্তানি করতে পারবে । এই উদ্দেশ্য সরকার রপ্তানি লাইসেন্স ইস্যু করতে পারে । রপ্তানি করের ন্যায় রপ্তানি কোটাও নির্ধারিত পন্যের দামকে প্রভাবিত করতে পারে ।
এছাড়া রপ্তানি কোটার মাধ্যমে কোন দেশ তার বন্ধুদেশকে শুল্ক মুক্ত পন্য রপ্তানি করার সুযোগ দিয়ে থাকে । যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে জি.এস.পি সুবিধার মাধ্যমে বিভিন্ন উন্নয়নশীল দেশকে তাদের দেশে পন্য রপ্তানিতে সুযোগ দিয়ে থাকে । তবে এতে বিভিন্ন নিয়ম কানুন মেনে পন্য রপ্তানি করতে হয় ।
দ্বিতীয় অধ্যায়
বাংলাদেশের রপ্তানি খাতের উৎসসমূহঃ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তার ভৌগলিক অবস্থা, সম্ভাবনাময় জনশক্তি, বন্দর সুবিধা ও সস্তা শ্রমের জন্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ আকর্ষণীয় । বিগত একদশক হতে গড় প্রবৃদ্ধির হার ৫.৬% এবং ১৯৯৫ সাল থেকে গড় মুদ্রাস্ফীতির হার ৫.৫% যা বিনিয়োগের উপযোগী পরিবেশ । ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ উৎপাদিত পন্য রপ্তানি করে ৩১২০ কোটি মার্কিন ডলার আয় করেছে ।
যার ফলে আমাদের দেশ নি¤œ আয়ের দেশ হতে নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে । এভাবে রপ্তানি খাতে বিনিয়োগ বাড়তে থাকলে অতি অল্প সময়ের মধ্যে এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ।
রপ্তানি পণ্যের উৎসঃ
১. টেক্সটাইল কারখানাঃ
বাংলাদেশে ১৯৮০ দশক হতে গার্মেন্টস শিল্পের বিকাশ লাভ করে । বিশে^র ৫ ভাগের ১ ভাগ পোশাকের চাহিদা আমাদের দেশ পূরণ করে থাকে । এর সাথে অন্যান্য শিল্প সমূহ ধীরে ধীরে উন্নত হচ্ছে । টেক্সটাইলসহ গার্মেন্টশিল্পের পশ্চাদপদ শিল্প গুলোতে ব্যাপক বিদেশী বিনিয়োগের সম্ভাবনা রয়েছে ।
২. প্রাকৃতিক গ্যাসঃ
বিদেশি বিনিয়োগের অন্যতম সম্ভাবনার ক্ষেত্র হলো প্রাকৃতিক গ্যাস । দেশে মোট ২২টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে । দেশে মোট বিদ্যুতের মোট চাহিদার ৬০% আসে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে । প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র গুলো বিদ্যুৎ উৎপাদন, সিএনজি, সার কারখানার জন্য বিদেশী সম্ভাবনা আছে । এছাড়া প্রাকৃতিক গ্যাস বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ।
৩. ঔষুধ শিল্পঃ
ঔষুধ শিল্পে দেশি বিদেশী বিনিয়োগকারীদের যথেষ্ঠ সম্ভাবনা আছে । আমাদের দেশ যথেষ্ঠ ঔষুধ এর চাহিদা রয়েছে । ঔষুধ শিল্পের কাঁচামাল আমাদের দেশে সহজ লভ্য । এছাড়া গত কয়েক বছরে ঔষুধ শিল্প বেশ উন্নত হয়েছে । এতে বেশ জনশক্তিও তৈরী হয়েছে । সরকার যথাযথ ঔষুধ শিল্প নীতি প্রনয়ণ করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে । এছাড়া আমাদের দেশর উৎপাদিত ঔষুধ বিদেশে রপ্তানি করা হচ্ছে । এতে করে দেশ উন্নত হচ্ছে ।
৪. চামড়া শিল্পঃ
চামড়া শিল্প বাংলাদেশের পুরোনো শিল্পের মধ্যে অন্যতম । কিন্তু এই চামড়া শিল্প বিনিয়োগে আগ্রহী দেশ পাওয়া যায় নি । তবে দেশীয় বাণিজ্য নীতি সহজ হওয়ায় সরকারী ও বেসরকারী ভাবে এই শিল্প বিকাশিত হচ্ছে । এছাড়া প্রক্রিয়াজাত চামড়া শিল্প পন্য বিদেশে রপ্তানি করা হচ্ছে ।
৫. কৃষিভিত্তিক শিল্পখাতঃ
আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ । এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিই হলো কৃষি । কৃষি ছাড়া আমাদের উন্নয়ন করা সম্ভব নয় । বাংলাদেশে সরকারী ও বেসরকারী ভাবে কৃষিতে বিনিয়োগ করা সম্ভব । কৃষিকে আধুনিকায়ন করে তা বিদেশে রপ্তানি করা যায় । বাংলাদেশ অতি অল্পসংখ্যক কৃষি পন্য বিদেশে রপ্তানি করে ।
বাংলাদেশের রপ্তানি খাতের তথ্য একটি সংক্ষিপ্ত বিবরণ নি¤েœ উল্ল্যেখ করা যেতে পারে ।
শল্পি ও আর্ন্তজাতকি বাণজ্যি
কৃষ-িপণ্য ধান, পাট, চা, গম, ইক্ষু, আলু, তামাক, ডাল, তলৈবীজ, মশলা, ফল-ফলাদ;ি মাংস, দুধ, পোলট্রি
রপ্তানি ৬.৬ বলিযি়ন ডলার (২০০১)
রপ্তান-িপণ্য তরৈি পোষাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, হমিায়তি মৎস ও সামুদ্রকি খাদ্য
রপ্তান-িসহযোগী যুক্তরাষ্ট্র ৩১.৮%, র্জামানি ১০.৯%, যুক্তরাজ্য ৭.৯%, ফ্রান্স ৫.২%, নদোরল্যান্ডস ৫.২%, ইতালি ৪.৪২% (২০০০)
আমদানি ৮.৭ বলিযি়ন ডলার (২০০১)
আমদান-িপণ্য মশেনিারি ও যন্ত্রাংশ, রাসায়নকি দ্রব্য, লোহা ও ইস্পাত, পোষাক-সামগ্রী, সূতা, খাদ্য, অপরশিোধতি তলে ও জ্বালান,ি সমিন্টে ক্লংিকার
আমদান-িসহযোগী ভারত ১০.৫%, ইউরোপীয়ান ইউনযি়ন ৯.৫%, জাপান ৯.৫%, সঙ্গিাপুর ৮.৫%, চীন ৭.৪% (২০০০)
র্অথনতৈকি সাহায্য-গ্রহীতা ১.৫৭৫ বলিযি়ন ডলার (২০০০ অনুমতি)
মুদ্রা বনিমিয় হার টাকা (৳) প্রতি র্মাকনি ডলারে (টঝ$১) - ৬৯.০০০ (অক্টোবর ২০০৬), ৪৯.০৮৫ (১৯৯৯), ৪৬.৯০৬ (১৯৯৮), ৪৩.৮৯২ (১৯৯৭)