আইডিবি স্কলারশিপ কোর্স সম্পর্কে জেনে নিন
- 14-Apr-2022 06:36PM
- Zahidul Islam
- 2384
আসসালামুয়ালাইকুম, আমি ,আইডিবি (IDB-BISEW) ৩৭ রাউন্ড এর একজন গর্বিত ছাত্র । এখানে কোর্স করে আমি বর্তমানে একটি আইটি ফার্মে জবে আছি । ইদানিং বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পার্সোনাল মেসেজ এ অনেকে জানতে চান আই ডি বি এর আইটি স্কলারশিপ সম্পর্কে ।
IsDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে ৷ বর্তমানে এই প্রোগ্রামটি তার ঊনবিংশ বছরে পদার্পণ করেছে ৷ এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম যুবকদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রোগ্রামটি এ পর্যন্ত ১৪,৮১১+ জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের ২,৮০৫+ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছে ।
আমি এই পোষ্টে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি । উল্লেখ্য আইডিবি এর বর্তমান নাম আই এস ডি বি (ISDB-BISEW) । আইডিবি এর বেশ কতগুলো স্কলারশিপ প্রোজেক্ট রয়েছে । আমি এখানে শুধুমাত্র আইটি রিলেটেড প্রোজেক্ট এর ব্যাপারে আলোচনা করব । ISDB-BISEW নন CSE স্টুডেন্টদের জন্য .
আইটি প্রোজেক্ট ঃ- এটি মূলত দুই ভাগে বিভক্ত
(১) বাচেলর /ফাজিল / কামিল /মাস্টার্স সমমানের পরীক্ষারথীদের জন্য ।
(২) চার বছর মেয়াদী ডিপ্লোমা ধারীদের জন্য।
বাচেলর দের জনা রয়েছে ঃ
Candidates with Bachelor/Fazil/Master/Kamil |
||
SL |
Course name |
Hours |
1 |
Database Design and Development (DDD) |
748 |
2 |
Enterprise Systems Analysis & Design - C#.NET (ESAD-C#.NET) |
748 |
3 |
Enterprise Systems Analysis & Design - JEE (ESAD-JEE) |
748 |
4 |
Graphics, Animation & Video Editing (GAVE) |
748 |
5 |
Networking Technologies (NT) |
748 |
6 |
Web Application Development with PHP and Frameworks (WDPF) |
748 |
কি করে বুঝবেন ফ্রিল্যান্সিং শিখানোর নামে প্রতারণা করা হতে পারে
ডিপ্লোমা ধারীদের জন্য:
Candidates with 4-year Diploma |
||
SL |
Course name |
Hours |
1 |
Architectural and Civil CAD |
748 |
2 |
Diploma in Professional Web Application Development |
748 |
3 |
Network System Administrator |
748 |
4 |
3D Visualization |
748 |
5 |
Web Application Development Using ASP.NET |
748 |
6 |
Cloud Computing Using Oracle Application Express |
748 |
উল্লখ্য বাচেলর দের course শেষ হতে ১২-১৩মাস সময় পর্যন্ত লাগতে পারে ।
পরীক্ষা পদ্ধতি ঃ- প্রথমে আপনাকে স্কলারশিপ নিতে হলে ভর্তি পরীক্ষায় অংশগহন করতে হবে ,
যেখানে এক্সাম্পের সাবজেক্ট থাকে বাংলায় ম্যাথ ও English এ একটি পারাগ্রাফ , যেখান থেকে question থাকবে ।
কি ভাবে আবেদন করবেন ঃ-
প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন Isdb-application । প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং submit ক্লিক করুন । সফল ভাবে submit হলে একটি PDF Generate হবে । আপনাকে সেই ফাইল download করতে হবে । এটি আপনার এক্সাম্পের admit card সো এটিকে প্রিন্ট এবং Exam হলে নিতে হবে । এক্সাম এ Pass করলে আপনার ফোন মেসেজ পাবেন এবং ওয়েবসাইট এ পাবেন ।
এই প্রোজেক্ট এর সুবিধাসমুহ হলো ঃ- ১। সম্পূর্ণ বিনামুল্লে (বই,পরিক্ষার ফী,সার্টিফিকেট ) ২। হাতে কলমে শিক্ষা । ৩। দক্ষ প্রশিক্ষক । ৪। শিক্ষার জন্য সুন্দর পরিবেশ । ৫। ভ্যালুয়েবল সার্টিফিকেট ৬। চাকুরী প্রাপ্তির সম্ভাবনা।
বিশেষ সতর্কতা ; ক .কোর্সে কোন না শব্দ মানে ইচ্ছামত কিছু করতে পারবেন না,( যেমন - সাবজেক্ট চয়েস ,টিএস পি নির্ধারণ ) । খ .তুলনামূলক কঠিন ( ক্লাস এর আলোচনা বাদে সবকিছু ইংরেজিতে) । গ .থাকা, খাওয়া খরচ নিজের বহন করতে হয় । ঘ সকল সার্টিফিকেট এর Orginal Copy জমা দিতে হবে ।
ব্যক্তিগত মতামত : যাদের হাতে অনেক টাইম অথবা আর কোনো অপসন নেই তারা এই কোসিটি করতে পারেন। এছাড়া যারা ফ্রেল্যান্সিইং করেন কিন্তু এডুকেতিয়াশনাল কোনো সার্টিফিকেট নেই তারাও এই কোর্স করলে লাভবান হবেন। আমি নিজে আমার Upwork একাউন্ট IDB থেকে প্রাপ্ত সার্টিফিকেট দিয়ে approve করেছি। আরও কোন কিছু জানতে চাইলে কমেন্টে আপনার প্রশ্নটি করুন ।