এসইও শিখুন Basic থেকে Advance
- 21-Sep-2022 07:16PM
- Hosneara Himu
- 1121
এসইও হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবপেজ কে অনুসন্ধান ইঞ্জিন (google,bing,yahoo) দ্বারা ব্যবহার করা ও তালিকার প্রথমে আনার সর্বোচ্চ চেষ্টা করা যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক এ পছন্দ মতো ক্লিক করে ভিজিট করে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাই । আমরা এসইও নিয়ে ধারাবাহিক পোস্ট দিব। যেখানে একদম Basic থেকে Advance লেভেল পর্যন্ত জানতে পারবেন।
এসইও কি ?
এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, সেই সার্চ রেজাল্ট এ কোন ওয়েব সাইট এর তথ্য সবার আগে দেখানোর পদ্ধতিই মূলত এসইও।
কেন এসইও করা হয় ?
কোন ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে টপ এ আনার জন্য এসইও করা হয়। কারণ মানুষ তার সার্চ এর প্রথম বা দ্বিতীয় রেজাল্টকে সবচেয়ে বেশি ক্লিক করে থাকে। এই জন্যই সবাই তার ওয়েব সাইটকে সবার আগে আনতে চায় । যা কিনা এসইও দ্বারাই সম্ভব হয় ।
seo এর মাধমে যে কোন ওয়েব সাইট কে Optimize করে রাঙ্ক করানো যায়। বিভিন্ন ভাবে এসইও করা যায় । এর প্রথমত প্রকার হল:
১.অর্গানিক এসইও (Organic) ,
২. পেইড এসইও (Paid)
অর্গানিক এসইও (Organic) কি?
অর্গানিক এসইও বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল নিয়ম নীতি মেনে যে এসইও করা হয় । যার জন্য গুগলকে কোন টাকা পয়সা দিতে হয় না । অর্থাৎ আপনার মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ওয়েবসাইটকে রাঙ্ক করানোকে অর্গানিক এসইও বলে।
পেইড এসইও (Paid) কি
পেইড seo মূলত অর্গানিক এসইও এর বিপরীত কৌশল। অর্থাৎ টাকা দিয়ে গুগলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে প্রথমে আনার সিস্টেম। এককথায় গুগলকে টাকা দিয়ে যে এসইও করা হয় তাকে পেইড এসইও বলে । কোন আর্টিকেল পরিচিতি লাভের জন্য গুগলে বিজ্ঞাপন দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় গুগলে আমরা কোন কিছু লিখে সার্চ করলে কিছু রেজাল্ট এর সাথে অ্যাড লিখা দেখা যায় । এটিই মুলত পেইড এসইও।
অর্গানিক এসইও (Organic) আবার ২ প্রকার ঃ
১। অন পেজ এসইও
২। অফ পেজ এসইও
অন পেজ এসইওঃ ওয়েব সাইট এর ডিজাইন থেকে শুরু করে কন্টেন্ট লিখা সহ ওয়েব সাইট এর অভ্যন্তরের সকল কাজকে অন পেজ এসইও বলে। মোট কথা আপনার ওয়েবসাইট এর ভেতরে যে সকল কাজ আপনি করবেন তার সবগুলোই অন পেজ এসইও আওতাভুক্ত ।
অফ পেজ এসইও ঃ সাইট এর প্রচার এবং জনপ্রিয়তা লাভের জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাকে অফ পেজ এসইও বলে। অন্নের সাইটে নিজের সাইটের জন্য ওয়েব লিঙ্ক নিয়ে আসাকে ব্যাক লিংক বলে। বিভিন্ন জায়গায় ওয়েব সাইটের লিঙ্ক শেয়ার করাই মূলত অফ পেজ এসইও।
এসইও অনেক বড় একটি বিষয় যা কিনা একবারে বুঝে ওঠা যায় না। আর মাঝে মাঝে বিভিন্ন সার্চ ইঞ্জিন তাদের এলগরিদম পরিবর্তন করে থাকে। তাই সব সময় এসইও এর কলাকৌশল পরিবর্তন হয়। সুতরাং বলা যায় এসইও চলমান প্রক্রিয়া ।
এসইও রিলেটেড সকল তথ্য সবার আগে পেতে এই পেজটি বুকমার্ক করে নিন বাংলায় এসইও শিখুন Basic থেকে আর পোস্টটি পড়ে আপনার কোন Question থাকলে কমেন্ট করুন। আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ।