কি করে বুঝবেন ফ্রিল্যান্সিং শিখানোর নামে প্রতারণা করা হতে পারে
- 04-Jun-2022 09:39PM
- Zahidul Islam
- 1012
বর্তমান সময়ে কিছু হাইব্রিড ফ্রিল্যান্সার বের হয়েছে। যাদের দিয়ে কিছু প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং নামে প্রতারণা শুরু করছে। আসলে প্রথম থেকেই কোন হাইব্রিড ফ্রিল্যান্সার জন্মায় না।
জন্ম হয় হাইব্রিড কিছু মানুষ এবং হাইব্রিড কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে। এই হাইব্রিড ফ্রিল্যান্সারদের কাজ হলো কিছু প্রতিষ্ঠানের কোসগুলো প্রমোট করা।
এখন বিষয় হলো এরা কেন এই কাজ টা করে?
হাইব্রিড প্রতিষ্ঠানের কোসগুলো প্রোমট করলে আপনি পাচ্ছেন কোটিপতি হওয়ার সুযোগ ।
মাএ ছয় থেকে এক বছরের মাথায় আপনি বাড়ি,, গাড়ি,, কোটিপতি হতে পারবেন এই স্বপ্ন দেখায় এবং আরো বড় অফার যেটা একটা স্টুডেন্ট শুনে লোভে পড়ে যাই।
হাইব্রিড প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাকেট প্লেস আসে যেখানে আপনি প্রতি মাসে লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকার স্বপ্ন দেখায়।
মাকেট প্লেস টা (এম এল এম) হিসাবে পরিচিত। যেখানে ইনকাম হয় রেফার,,বেসিক হলে, (মানে হলো কোনো একজন স্টুডেন্টকে মাইন্ড ওয়াস ব্যান্ড ওয়াস) করে এডমিশন করাতে পারলে টাকা দে।
এদের ইনকাম সিস্টেম হলেো একজন মানুষ কে এড করাতে পারলে রেফার কমিশন ৫০০ টাকা। আর এএকটা ইনকাম আছে বেসিক কমিশন এইটা শুনে আপনি অবাক হয়ে যাবেন, (A team + B team) =basic Commission 500।
এক কথায় বাইনারী সিস্টেম। এখন বুঝেন এইটা কি?
এখন আপনাকে আমাকে যভাবে ব্যান্ড ওয়াস করে মগজ ধোলাই করে আপনাকে ইনবক্সে ডেকে মিষ্টি মিষ্টি কথা বলে ফ্রিল্যাসিং এর নামে প্রতারনা শুরু করবে না আপনি কখনো ভাবতে পারবেন না। আপনাকে এডমিশনে প্রথম মাস থেকে ইনকাম এর ব্যাবস্থা করে দিবে এইসব হলো প্রতারক চক্র।
স্বার্থ ছারা এই পৃথীবিতে কিছু আছে বলেন। আপনাকে নিজের ভাই বোন বলবে অনেক কিছু বলে ইনবক্সে এ আনে, আপনাকে ফ্রী সেমিনারে কথা বলবে কিন্তু একবার ভাবছেন যে ইনভাইট করল তার লাভ কি ?
তার লাভ হলো আপনাকে এড করাইতে পারলে তার লাভ। ৫০০ টাকা পাবে। আর একটা বিষশ হলো সে কি আদো রিয়েল ফ্রিল্যান্সার? সে যে আপনাকে ইনভাইট করলো সে কি ঔই বিষয়ে জানে? সে যদি জানত তাহলে হকারি করত না সে ইন্টারন্যাশনাল মাকেট প্লেস এ সে কাজে ব্যাস্ত থাকত।কিন্তু তাকে হাইব্রিড ফ্রিল্যান্সার তৈরি করে ফেলেছে সামান্য কিছু টাকার লোভে।
যে কারণে ফ্রিল্যান্সার হিসাবে দ্রুত বিয়ে করবেন
পরিশেষে একটাই কথা এদের কবলে সবলে পরবেন না না হয় জীবন শেষ। টাকার লোভের কারনে হাজার হাজার মায়ের সন্তানের স্বপ্ন গুলো গলা টিপে হত্যা করছেন।আর নয় প্রতারনা। সবাই এগিয়ে আসুন প্রতারনা থেকে সমাজ কে দেশকে বাচাই।