আসুন বিডিআইএক্স কানেক্টিভিটি হোস্টিং সার্ভিস সম্পর্কে জেনে নিই
- 29-May-2022 09:31PM
- Zahidul Islam
- 1192
বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জের সংক্ষিপ্ত নাম হচ্ছে, বিডিআইএক্স। এটা মূলত একটি ইন্টারনেট এক্সচেঞ্জ যা বাংলাদেশের ভিতর সীমাবদ্ধ।২০০৪ সাল থেকে বিডিআইএক্সের ইনফ্রাস্ট্রাকচার ডেভলপের কাজ চলছে। বিডিআইএক্সের সাথে দেশের প্রায় প্রতিটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যুক্ত রয়েছে।বিডিআইএক্সের বর্তমান মোট গড় ট্রাফিক ৬৫ জিবি রয়েছে। বিডিআইএক্সের ইনফ্রাস্ট্রাকচার ডেভলপের সাথে সাথে এই ট্রাফিক সংখ্যা সামনে আরো বাড়বে।
বিডিআইএক্স -কে কেন্দ্র করে দেশে বেশ কিছু স্টান্ডার্ড লেভেলের ডেটা সেন্টার গড়ে উঠেছে, যা সত্যিই প্রশংসনীয়। বিডিআইএক্স কানেক্টিভিটি হোস্টিং সার্ভিস দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে।আপনার ওয়েবসাইটের ভিজিটর টার্গেট যদি বাংলাদেশ হয়। তাহলে বিডিআইএক্স কানেক্টিভিটি হোস্টিং সার্ভিস ব্যাবহার করুন।
কমপক্ষে ৮০% ভিজিটর বাংলাদেশ থেকে হলে বিডিআইএক্স কানেক্টিভিটি সার্ভার ব্যাবহার করুন। বাকি ২০% ভিজিটর অন্য দেশগুলো থেকে আসলে, এতে তেমন সমস্যা হয় না। কারণ প্রতিটি সার্ভারে বিডিআইএক্স কানেক্টিভিটির সাথে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ও যুক্ত করা হয়।
ধরুন, একটি সার্ভারে 1 Gbps BDIX ব্যান্ডউইথ পোর্টের সাথে 100 Mbps ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ পোর্ট দেওয়া হয়। কোম্পানি ভেদে এই ব্যান্ডউইথ পোর্ট কম বেশি হতে পারে। হোস্টিং সার্ভিস নেওয়ার আগে এই বিষয়টি ভালো করে লক্ষ্য করবেন।
জেনে নিন আপনার cpanel আসল নাকি নকল
বিডিআইএক্স কানেক্টিভিটি সার্ভারে আপনার ওয়েবসাইট হোস্ট করার পর যখন বাংলাদেশ থেকে কেউ ভিজিট করবে, তখন ভিজিটর দ্রুত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। কারণ বাংলাদেশি ভিজিটরদের কাছে পিং ও ল্যাটেন্সি অনেক কম হবে। এছাড়াও ইন্টারন্যাশনাল রাউটিং পার হতে হবে না।আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আর্টিকেলটি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।