ডোমেইন এবং হোস্টিং ক্রয় এর পূর্বে সতর্ক হন

ডোমেইন কেনার সময় যদি সতর্ক থাকেন, তাহলে বিপদে পড়তে হবে না। কিছু স্টেপ ফলো করলেই আপনি এই সমস্যা এড়িয়ে যেতে পারবেন। ডোমেইন কেনার সময় শুধু সস্তা খোজলে হবে না, নিচের বিষয়গুলো যাচাই করে নিন।

১) কেনার সময় কোন রেজিস্টার হবে জিজ্ঞাসা করে নিতে পারেন। যদি 123regi, godaddy হয়, তাহলে এসব প্রোভাইডার থেকে কমদামে কেনা থেকে বিরত থাকুন। কারণ বিপদে পড়লে আপনাকে সহায়তা করতে পারবে না।

domain

২) ডোমেইন প্যানেল থেকে EPP সংগ্রহ, লক/আনলক সুবিধা থাকবে কি না। জিজ্ঞাসা করে নিবেন। এসব না থাকলে এড়িয়ে চলুন। ৩) WHOIS ইনফরমেশন তাদের প্যানেল থেকে আপডেট করা যাবে কি না।

    ডোমেইন এর সুরক্ষা নিশ্চিত করতে, যে কাজ গুলো করবেন

এবং ডোমেইন কেনার সময় আপনার দেয়া তথ্য whois এ দেখাবে কি না সিউর হয়ে নিন। যদি আপনার ইনফরমেশন এবং ইমেইল whois এ দেখায়, তাহলে যে কোন বিপদে আপনি রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করেও ডোমেইন পেতে পারবেন। ৪) অবশ্যই ডোমেইন কেনার তথ্য ডিলিট করবেন না, যেমন ডোমেইন রেজিস্ট্রেশন কনফার্মেশন, ইনভয়েস ইত্যাদি।

হোস্টিং এর দাম দেবার আগে ক্রেতা হিসেবে আপনার যে প্রশ্নগুলো করা উচিত

 

এতে ডোমেইনের মালিকানা প্রমাণে সহায়তা পাবেন। ৫) ডোমেইন কিনতে ফেক ডিটেইলস ব্যবহার করবেন না। যদি প্রাইভেসি নিয়ে চিন্তা থাকে, প্রাইভেসি প্রটেকশন সার্ভিস ব্যবহার করুন।

আর্টিকেলটি   পোস্ট করা  হয়েছে  ফেইসবুক গ্রপ     Domain hosting service      .

রাইটার   Saleh Ahmed   আশা করছি, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে।

আপনি ও পছন্দ করতে পারেন