ওয়ালটন হাইটেক পার্ক এবং ওয়ালটন বিষয়ে কিছু তথ্য
- 22-Aug-2022 06:08PM
- Zahidul Islam
- 1391
ওয়ালটন বিষয়ে কিছু তথ্যঃ
প্রায় ৯০০ একর জায়গা আর ৫৪টি বিল্ডিং এর এক বিশাল কর্মযজ্ঞ সরাসরি চাক্ষুস করার সুযোগ কে হাতছাড়া করতে চায় বলেন।🙂
ভেতরে ঢুকার পর আমার একবারও মনে হয়নি আমি বাংলাদেশে আছি। সম্পূর্ণ ইউরোপিয়ান আদলে রাস্তা, ফুটপাথ, বাগান, বিল্ডিং এ সবকিছু সাজানো ছিল।
সত্য বলতে পুরো প্রজেক্ট ঘুরে আসতে যে কারও মিনিমাম ৫ দিন সময় লাগবে। তাহলে বুঝেন ভেতরে কি চলছে।
তো চলুন জেনে নেই WALTON এর দারুণ কিছু তথ্য যা অনেককেই চমকে দিবেঃ
১/ WALTON এ ৩০০০০ (ত্রিশ হাজার) এরও অধিক কর্মী কাজ করে থাকে!!!
২/ এই বিশাল সংখ্যক কর্মী বাহিনীর প্রতিদিনকার খাবার কিন্তু এখানেই রান্না হয়, চিন্তা করেন কি বিশাল ব্যাপার!!!!
৩/ WALTON হল বাংলাদেশ থেকে একমাত্র TV রপ্তানিকারক প্রতিষ্ঠান!!!
৪/ WALTON এর ভেতর যত রকমের বেকারি আইটেম পরিবেশন করা হয় তার সবই তাদের নিজস্ব তৈরি। অর্থাৎ বাহিরের কোন ধরণের খাবার এখানে প্রবেশাধিকার নিষিদ্ধ!!!
৫/ আপনি যদি একবার WALTON এ চাকরীতে ঢুকতে পারেন, তবে অনায়াসে ২০ বছর পার করে দিতে পারেন, কারণ WALTON এর অন্তত ৬০% কর্মী এখানে ১০ বা তারও অধিক সময় কাজ করে যাচ্ছে্ন। নিচে আমার সাথে যে ব্যাক্তিকে দেখতে পাচ্ছেন তিনিই WALTON এ আছেন প্রায় ২০ বছর!!!
৬/ WALTON এর আছে বাংলাদেশের একমাত্র COMPRESSOR প্লান্ট।
এটি আবার এশিয়ার মধ্যে অষ্টম আর পুরো পৃথিবীর মধ্যে ১৫ তম!!!
৭/ সর্বশেষ, WALTON এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ সাহেব (Golam Murshed) কিন্তু মালিক পক্ষের কেউ না। অর্থাৎ মালিকের ছেলে বা সেরকম কেউ না। তিনি ছিলেন আট দশ জনের মতই একজন কর্মী। কিন্তু নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি আজ এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন!!!
সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের প্রতি আমার অনুরোধ
দেশের ভাবমূর্তি বাড়ানোর পাশাপাশি বিশাল কর্ম সংস্থান করে WALTON বাংলাদেশে যে ভুমিকা পালন করছে তা এক কথায় অসাধারন।
WALTON এর ভিশন হল ২০৩০ সালের মধ্যে পৃথিবীর সেরা ৫টি ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে নিজেকে জায়গা করে নিতে, আমি যা দেখেছি তাতে তাদের না পারার কোন কারণ নেই।
সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ হোক WALTON এর পথচলা, এই কামনা রইল।🥳 কারণ দিন শেষে গর্বের সাথে বলতেই পারি -"WALTON আমাদের পন্য, WALTON বাংলাদেশের পন্য"🏅✊
লেখক Farhad Khan
Md. Monirul Islam
মন্তব্য সময় - 2 years ago
আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার লিখাগুলো পড়ে আমার ভালো লেগেছে। আমি ওয়ালটন ফ্যাক্টরির মধ্যে একদিন একরাত ছিলাম, সেখানকার কর্মচারী এবং পরিবেশ গুলো আমার খুব ভালো লেগেছে। সেখানে ঢোকার পর, চারিদিকে ঘুরে যখন দেখলাম, তখন সত্যিই আমারও মনে হচ্ছিল আমি যেন ইউরোপের কোন এক সুন্দর শহরের মধ্যে ঢুকে পড়েছি। আর সেদিন থেকে আমার মনে একটা সংকল্প জেগেছে, যদি ওয়ালটন কোম্পানিতে কোন এক পদে চাকরির করতে পারতাম!!
উত্তর :
আমিও চাই ওয়াল্টন একটি আদশ্য কোম্পানি ও কর্মীদের নিরাপদ কর্মস্থান হোক
2
1