চ্যাট জিপিটি (chat GPT) আমার অভিজ্ঞতা

চ্যাট  জিপিটি (Chat GPT) হচ্ছে বর্তমান প্রযুক্তির বিশ্বে বহুল আলোচিত একটি ChatBot র নাম।

 বিশ্বে দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তি। আর এই যাত্রায় practically চালকের ভূমিকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

                                                                                                                                             চ্যাট-জিপিটি

যার উপর ভর করে নিজেদের service আরও গুছিয়ে তুলছে প্রযুক্তি organizations গুলো। বর্তমানে ওপেন এআই এর দুনিয়ায় শিরোনামে রয়েছে চ্যাট জিপিটি (Chat GPT), এটি একটি

আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি সার্চ টুল।

আমরা যারা  IT  রিলেটেড জব করি তারা সবাই ভয় করি  AI হয়তো আমারদের জব খেয়ে ফেলবে ! আমার মনে হয় তেমনটি হবে না  । এই ভিডিও তে আমি এমন কিছু  তুলে ধরেছি

 আসা করি comment এ  আপানার মতামত দিবেন।  আপনি যদি  নিজেই Chat GPT র কাছে থেকে জানতে চান login   গিয়ে try করুন।

আপনি ও পছন্দ করতে পারেন