যে কারণে ফ্রিল্যান্সার হিসাবে দ্রুত বিয়ে করবেন
- 23-May-2022 11:17AM
- Zahidul Islam
- 688
একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে আপনার জীবনে ভারসাম্য আনতে অবশ্যই দ্রুত বিয়ে করা উচিৎ। আমাদের সমাজ, পরিবার, বন্দুবান্ধবেরা সব সময় নিরুৎসাহিত করে দ্রুত বিয়ে করতে। ফলে অনেকেই বিয়েকে বাড়তি বোঝা মনে করে, কারো কারো মনে বিয়ে নিয়ে এক ধরণের আতংকও তৈরি হয়, ফলাফল হচ্ছে দেরিতে বিয়ে। কিন্তু এমনটা কোন মতেই কাম্য না।
এছাড়া প্রতিষ্ঠিত পাত্র আমাদের সমাজের একটা কমন সমস্যা, পাত্রির মা বাবারা চায় প্রতিষ্ঠিত পাত্র, ফ্রিল্যান্সার হিসাবে আমাদের সেই টেনশন নেই, কারণ সফল ফ্রিল্যান্সার একজন প্রতিষ্ঠিত পুরুষ। একজন ফ্রিল্যান্সার হিসাবে বিয়ে আপনার জীবনে কতটা ভারসাম্য নিয়ে আসতে পারে সেটা নিয়ে আমার ব্যাক্তিগত কিছু উপলদ্ধি তুলে ধরছি। আশা করি নিচের কারণগুলো আপনাকে কিছুটা হলেও ভাবতে সাহায্য করবে। 👉 ফ্রিল্যান্সারেরা চার দেয়ালের মধ্যে বদ্ধ একটা জীবন যাপন করে।
এটা এক ধরণের একাকি জীবন বলা চলে। বিয়ে আপনার সেই একাকী জীবনের অবসান ঘটাবে। একজন স্ত্রী হচ্ছে সব থেকে কাছের আপনজন, যার সাথে অনেক কিছু শেয়ার করা যায় যেটা অন্যের সাথে সম্ভব না। এই জন্য ফ্রিল্যান্সারের দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 অনেকেই প্রেম পিরীতি নামক অনৈতিক এবং অস্বাস্থ্যকর জীবন যাপন করেন। মেসেঞ্জার, হোয়াটসএপ এসবের মাধ্যমে অনেকেই ভারচুয়ালি লিভটূগেদার করেন। কেউ কেউ এটাকে বিয়ের বিকল্প মনে করেন। মনে রাখবেন চুরি করে মাছ খেতে গেলে যে কোন সময় গলায় কাঁটা আটকে যেতে পারে। কিন্তু সেই মাছ স্ত্রী যখন সুন্দর করে বেছে মুখে তুলে খাওয়াবে তখন সেটা খেতে অনেক সুস্বাদু হবে, আর কাঁটা আটকানোর ভয় থাকবে না 😉 এই জন্য ফ্রিল্যান্সারের দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 প্রফেশনাল ফ্রিল্যান্সারেরা সব সময় বায়ারের প্যারায় থাকে। স্ত্রী হাসি মাখা সুন্দর মুখ দেখলে, নিমিষেই বায়ারের প্যারা ভুলে যাবেন, নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাবেন। এই জন্য ফ্রিল্যান্সারের দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 যারা প্রফেশনালি মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করেন, কাজের চাপে তারা চাইলেও অবসর সময় বের করতে পারেন না। কারণ একাউন্টের ভার ইচ্ছা করলেই যাকে তাকে দেয়া যায় না। শিক্ষিতা স্ত্রী এর চমৎকার সমাধান হতে পারে। তাক কিছুদিন শিখিয়ে পড়ীয়ে দিলে দেখবেন আপনার মার্কেটপ্লেসের একাউন্ট সুন্দরভাবে সামলাতে পারবে। আপনি চাইলেই যে কোন জায়গায় বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরতে যেতে পারবেন। এই জন্য দ্রুত বিয়ে করে ফেলা উচিৎ।
👉 বিয়ে আপনাকে দায়িত্বশীল হতে শেখাবে, একজন ইয়াং সফল ফ্রিল্যান্সার হাতে টাকা আসলেই দেখবেন দামি মটরসাইকেল, আইফোন, ম্যাক এসব কিনে, ট্যুর এবং বন্ধুবান্ধবদের পিছনে আজাইরা খরচ করে টাকার চুড়ান্ত অপচয় করে। এক সময় দেখা যায়, তার মোটরসাইকেলের তেল কেনার টাকা থাকে না। কিন্তু বিবাহিত ফ্রিল্যান্সার সচারচর এমন করে না। হাতে টাকা আসলে সে জমি কেনে, বাড়ী করার চিন্তা করে, সঞ্চয় করার চেষ্টা করে। সে তখন দায়িত্বশীল স্বামী হয়, এই জন্য দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 বিয়েকে বলা হয় অর্ধেক দ্বীন, বিয়ে করার পরেই একজন পুরুষের দ্বীন পূর্ণ হয়। এই জন্য আমাদের ইসলামে বিয়েকে এত গুরুত্ব দেয়া হয়েছে, একজন বিবাহিত ব্যাক্তির ১ রাকাত নামাজ অবিবাহিত ব্যাক্তির ৭০ রাকাতের নামাজের সমান। বিবাহিত ব্যাক্তির ঘুম অবিবাহিত ব্যাক্তির ইবাদতের থেকেও উত্তম। তাই নিজের দ্বীনদারিতা পুরনের জন্য দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 বিয়ে করলে বউকে খাওয়াব কি? এই ধরণের নেতিবাচক চিন্তা তরুণদের বিয়ে করতে নিরুৎসাহিত করে। মনে রাখবেন স্ত্রী হচ্ছে আপনার আমার মত সাধারণ মানুষ তারা হাতি নয়। আর একজন মানুষ জন্মের সময় তার রিজিক তার সাথে করে নিয়ে আসে, সে যখন আপনার ঘরনী হয়ে আসবে, তখন তার রিজিক সাথে করেই নিয়ে আসবে। কাজেই এটা নিয়ে চিন্তার কিছু। বিয়ে করলে আল্লাহতায়ালা আপন করুনায় আপনার অভাব দূর করে দেবেন এটা তিনি নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। এটা প্রমানিত যে বিয়ের পরে একজন ফ্রিল্যান্সারের ইনকাম বহুগুণে বৃদ্ধি পায়। কাজেই ইনকাম বাড়ানোর জন্য হলেও দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 একজন অবিবাহিত ব্যাক্তির বিপথগামী হবার সুযোগ অনেক বেশি যেটা আগেই বলেছি, আর বিপথে যেয়ে একজনের জীবন মুহূর্তে নরক হয়ে যেতে পারে। বাধ্য হয়ে অযোগ্য নষ্টা মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহন করতে হয়েছে, এমন ঘটনা আমাদের সমাজে অহরহ দেখা যায়। বিয়ে করলে নিজের চরিত্র হাফজত হয় বিপথগামী হবার সুযোগ থাকে না (অবশ্য কেউ যদি চুড়ান্ত রকমের লম্পট হয় তবে সেটা ভিন্ন কথা), নিজের চরিত্রের হেফাজতের জন্য ফ্রিল্যান্সারের দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 শারীরিক অসুস্থতা একজন ফ্রিল্যান্সারের জন্য চরম আতংকের, কারণ কোন কারণে অসুস্থ হলে, মারকেটপ্লেসের কাজের বারোটা বেজে যেতে পারে। একজন যোগ্য স্ত্রী পাশে থাকলে সেবা যত্নের পাশাপাশী মার্কেটপ্লেসের কাজ অনায়াসে সামলানো যেতে পারে। এই জন্য দ্রুত বিয়ে করা উচিৎ।
👉 হাতে টাকা আসলে অনেক সময় সব কিছুকে তুচ্ছ মনে হতে পারে, আবার টাকা না থাকলেও বেঁচে থাকা তুচ্ছ মনে হতে পারে। তারাই বেঁচে থাকার মানে ভাল বোঝে যাদের সন্তান আছে। সন্তানের পিতারাই আমার এই কথাগুলো ভাল উপলব্ধি করতে পারবেন। অনেকগুলো কিউট বাচ্চা লাভের জন্য দ্রুত বিয়ে করে ফেলা উচিৎ।
👉 বিয়ের জন্য ভাল পাত্রি পাচ্ছেন না এই জন্য বিয়ে করছেন না, বিয়ে না করার জন্য এটা সব থেকে খোঁড়া যুক্তি। বিয়ের নিয়ত করলে দেখবেন ভাল পাত্রি অভাব হবে না। অনেক কন্যাদায়গ্রস্থ পিতা তাদের সুযোগ্য কন্যা নিয়ে বসে আছে। মনে রাখবেন একজন পিতা তার কন্যাকে সেই পাত্রের কাছেই দেয়, যে তার কন্যার নিরপত্তার ভার নিতে পারবে তাকে যোগ্য সম্মানে রাখতে পারবে। আপনি যদি এটা করতে পারেন তবে বিয়ের জন্য পাত্রির অভাব হবে না।
আর ফ্রিল্যারেরা এই কাজ সব থেকে ভাল পারবে কারণ তারা বেশিরভাগ সময় ঘরেই থাকে, আর ইনকাম আল্লাহর রহমতে ভাল। কাজেই দ্রুত বিয়ে করে ফেলেন। একজন ফ্রিল্যান্সার কেন বিয়ে করবে, এটা বোঝাবার জন্য চাইলে আমি শত শত কারণ দেখাতে পারব। কিন্তু আপনি যদি নিজেই বিয়ে করার তাগিদ অনুভব না করেন তবে এসব কারণ দেখানোর কোন মানে নেই। আশা করু উপরের কারণগুলো কিছুটা হলেও আপনাকে অনুপ্রেরণা দিতে পারে। আর্থিক অনিশ্চয়তা আমাদের ফ্রিল্যান্সাদের বিয়ে করতে সব সময় বাঁধা দেয়। মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকাটাই একটা বড় অনিশ্চয়তা, ব্যাংক, বিসিএস এর মত তথাকথিত সিকিউর জব করার পরেও অনেকেই জীবনে কিছু করতে পারিনি, শেষ জীবনটা করুনভাবে কেটেছে এমন অনেক ঘটনা জানি।
আবার রাস্তার মোড়ে পিঠা বিক্রি করে গ্রামে জমিজমা করেছে সন্তানদের মানুষের মত মানুষ করেছে এমন ঘটনাও আছে। কাজেই এত ভয় পাবার কিছু নেই, আল্লাহর উপর ভরসা করুন, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। ফ্রিল্যান্সার হিসাবে দ্রুত বিয়ে করে কমুনিটীতে উদাহরণ স্থাপন করুন।