ওয়েব ডেভেলপমেন্ট শিখার শর্টকাট রোড ম্যাপ
- 26-May-2022 09:39PM
- Zahidul Islam
- 1966
৬ মাসে ওয়েব ডেভেলপমেন্ট শিখার শর্টকাট রোড ম্যাপ
আমরা যারা ৬ মাসে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি তাদের জন্য এই পোস্ট শুধু মাত্র!
প্রথম সপ্তাহঃ html দিয়ে শুরু করুন html এর যতোগুলো ট্যাগ আছে কোনগুলোর কি কাজ সেগুলো একদম ঝালাই করে ফেলুন এবং html4 ও html 5 এর মধ্যে কি কি ডিফারেন্স আছে সেগুলো দেখুন।
২য় সপ্তাহ থেকে শুরু হবে css এইটা একটু জটিল মনে হবে, কোনো ব্যাপার না সিএসএস শিখতে শুরু করুন ১ পরের ৩ সপ্তাহ শুধু css দিয়ে ২টি প্রোজেক্ট ও ফ্লেক্স প্রোপার্টি ব্যাবহার করে আরো একটি টোটাল ৩ টা প্রোজেক্ট করে ফেলুন।
প্রথম মাস শেষ আপনার! তাহলে এই ১ মাসে আমরা html, css শেষ করে ফেললাম, এইবার আসি পরবর্তী ধাপ CSS এর ফ্রেমওয়ার্ক শিখা! সব থেকে সহজ ও বিগেনার ফ্রেন্ডলি bootstrap শিখে ফেলো
২ মাসঃ প্রথম ৩ সপ্তাহ বুটস্ট্রাপ দিয়ে আপনি ডিজাইন শুরু করুন, সেটা রেসপন্সিভ ডিজাইন সহ হতে হবে। এইরকম যা যা শিখলেন html,css,bootstrap দিয়ে ৫টি প্রোজেক্ট করে ফেলুন। শেষ সপ্তাহ জাভাস্ক্রিপ্ট শুরু করুন মানে জাস্ট ২য় মাসের শেষ সপ্তাহে জাভাস্ক্রিপ্ট এর ব্যাসিক শেষ করুন।
৩য় মাসঃ শুরু এখন কি করবেনঃ অবশ্যই জাভাস্ক্রিপ্ট ব্যাসিক শেষ করে DOM ম্যানিপুলেশন শুরু করতে হবে। ডম মেনিপুলেশন দিয়ে কিভাবে সাইট কে আরো আকর্ষনীয় করা যায় মিনিমাম ১০+ প্রোজেক্ট করবেন এইভাবে ৩ নং মাস জাভাস্ক্রিপ্ট দিয়েই চালাবেন ডম মেনিপুলেশন দিয়ে।
৪ নং মাসঃ প্রথম সপ্তাহে জেকুয়েরী শিখে ফেলা ও ২ সপ্তাহে ৪ টি এনিমেশন যুক্ত করে প্রোজেক্ট করা। পরের ৩ নং সপ্তাহে php ব্যাসিক শেষ করা ও ৪ সপ্তাহে mysql ডাটাবেইজ শিখে CRUD অপারেশন সহ শিখে ফেলা। ৫নং মাসঃ প্রথম সপ্তাহঃ এডমিন প্যানেল বানিয়ে কিভাবে ফ্রন্টেন্ড ইনফো চেঞ্জ করা যায় এইগুলো ট্রাই করা এবং মাল্টিপল ইউজার Authentication সহ নানান কাজ শিখে ফেলা৷ একটু কস্ট হইলেও শিখতে হবে।
জেনে নিন কোন প্রোগামিং ভাষা কোন কাজে লাগে
২ + ৩ +৪ সপ্তাহে মিলেঃ মিনিমাম ব্লগিং ওয়েবসাইট সহ inventory ম্যানেজমেন্ট ২টি প্রোজেক্ট করা! ৬ নং মাসঃ প্রথম ১২ দিনঃ এজাক্স নিয়ে পড়াশোনা করা ও ব্যাসিক CRUD operation সহ ডিপেন্ডেবল ড্রপডাউন সহ করে ফেলা। পরের ৩ দিনঃ OOP শিখে ফেলুন।
পরের ১৫ দিনঃ laravel framework শুরু করা Model controller, view বা MVC pattern ফলো করুন। CRUD operation সহ শিখে মিনিমাম ২ টি প্রোজেক্ট। ............।।