ইন্টারভিউ কল পাচ্ছেন না ?
- 07-Aug-2022 11:35AM
- Zahidul Islam
- 1776
আজকে কিছু টিপস এবং ট্রিকস শেয়ার করবো আপনাদের সাথে বিশেষ করে যারা হন্য হয়ে চাকরি খুঁজতেছেন অথবা এ্যাপ্লাই করতেছেন কিন্তু ইন্টারভিউ কল পাচ্ছেন না।
১.চাকুরির সার্কুলার যে দিন হয় ঠিক সেই দিন এ্যাপ্লাই করার চেষ্টা করবেন।ফিল্টার ব্যাবহার করে খুব সহজেই করতে পারবেন।
২.জব পোরটালগুলো থেকে এপ্লাই করবেন কিন্তু সুযোগ থাকলে কোম্পানির যে অফিসিয়াল ইমেইল আছে সেটি বরাবর কভার লেটার সহ এপ্লাই করবেন।
৩.আপনি যে সিভি দিয়ে এপ্লাই করছেন খেয়াল রাখবেন সেই সিভিতে যে ছবি ব্যবহার করছেন তা যেন ইমিডিয়েট তোলা ছবি হয়।
৪.সিভির মধ্যে পারসোনাল ইনফরমেশন এবং বেশি বেশি জব ডেসক্রিপশন না দিয়ে কি কি আবদান রেখেছেন বিগত কোম্পানিগুলোতে ও আপনার এচিভমেন্ট কি কি তা মেনশন করুন।
সরকারি চাকরির ইন্টারভিউয়ের কিছু কমন প্রশ্ন ও তার উত্তর
৫.জব পোর্টাল সাইট গুলোতে ফিল্টার ব্যাবহার করে প্রতিদিন আপনার রিলেটেড যে সব জব সার্কুলার দেওয়া হচ্ছে এপ্লাই করুন। বিডিজবস এ মাসে ১০০ টি এপ্লাই করা যায়।
৬.জব পোর্টাল সাইট, লিংডিন, সহ বিভিন্ন সাইট আছে সেগুলো প্রচুর সময় দিন যদি আপনি সত্যিকার অর্থে চাকরির জন্য ডেস্পারেট থাকেন।
৭.কর্পোরেট লিডারদের সাথে কথা বলুন।আপনার সিভি তাদের সাথে শেয়ার করুন। ৮.আপনার এলাকার,বা আপনার আত্মীয় বা আপনার ভার্সিটির বড় ভাই কেউ না কেউ জব করছে তাদের সাথে কথা বলুন।আপনার সিভি তাদের সাথে শেয়ার করুন।একটা কথা মনে রাখবেন রেফারেন্স এর মাধ্যমে চাকরি হওয়া আর স্বজনপ্রীতি দুইটা আলাদা বিষয়।
৮.আপনি যদি ফ্রেসার হন তাহলে ইন্টারভিউ অথবা সিভি কিংবা কভার লেটার সম্পর্কে আপনার ধারনা খুবই কম।তাই বলে ঘাবড়ানোর কিছু নাই।গুগল এবং ইউটিউব এ হাজার হাজার ভিডিও এবং ডকুমেন্টস আছে।
১০.বিডিজবস থেকে এ্যাপ্লাই করলে Applied with High Priority দিয়ে এ্যাপ্লাই করবেন।যদি আপনার তীব্র ইচ্ছা থাকে সেই জবটির প্রতি।
১১.সিভি এবং কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ কল পাওয়ার জন্য।আপনার সিভি আপনাকে রিপেজেন্ট করে তাই এগুলোকে গুরুত্ব দিন।এগুলোর আপডেট ভার্সন তৈরি করুন।
Shohag gaming
মন্তব্য সময় - 2 years ago
খুবই ইনফরমেটিভ ইনফরমেশন আমার ভালো লাগলো তবে সাইট ডিজাইন মনে হচ্ছে খুব একটা সুন্দর নাম না...।।
উত্তর :
ধন্যবাদ সাইট বেটা ভার্সন। আমরা আগামী বছরের ভিতরে ফুল ভার্সন রিলিজ দিতে পারবো ইনশাআল্লাহ
2
1
Star IT Zahid
মন্তব্য সময় - 2 years ago
আমার অনেক উপকার হয়েচে
উত্তর :
Thanks
0
0
Md Mehdi Hasan
মন্তব্য সময় - 2 years ago
Very helpful
উত্তর :
Thanks
0
0