সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের করনীয়
- 18-May-2022 01:19PM
- Zahidul Islam
- 1166
সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারদের প্রতি আমার অনুরোধ :
১) তোমরা বিশ্ববিদ্যালয় থেকে যে ধারণা নিয়ে বের হও,বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের চাকরির পরিবেশ, বেতন খুব মানসম্মত, বা তোমাদের বড়রা যে সকল গল্প করেন, বাস্তবতা তার উল্টো। এটা মেনে নিও।
২) প্রথম ৩ বছর ভুলে যাও,তুমি ইঞ্জিনিয়ার, কাজ শিখো। বাংলাদেশে কাজ জানা ইঞ্জিনিয়ারের খুব অভাব। ইগো থাকলে কাজ শিখতে পারবে না।
৩) ইঞ্জিনিয়ারের জীবন যেভাবে তুমি কল্পনা করেছো......।
ওয়ালটন হাইটেক পার্ক
৪) বিএসসি ইঞ্জিনিয়ারদের কাজ করতে হয় না, এটা ভুল কথা।
৫) একই সাথে বিদেশে যাওয়ার প্রিপারেশন, বিসিএস প্রিপারেশন, ব্যাংকের প্রিপারেশন ও বেসরকারি চাকরি কোরো না। জীবনের একটা লক্ষ্য স্থির করে, সেদিকে আগাও।
৬) তোমার বন্ধু ৫০ হাজার টাকার বেতনের চাকরি করছে,এই গল্প শুনে মন খারাপ কোরো না। কাজ শেখো। ৫ বছর অভিজ্ঞতা হলে, তোমার বন্ধুর সাথে ভাল মন্দ মিলিয়ে নিও।
৭) কর্মক্ষেত্রে ফাঁকি দিও না। ফাঁকি দিলে তোমারই ক্ষতি।
৮) দুনিয়াটা পুরোই ম্যানেজমেন্ট। সুতরাং, তোমাকে সবকিছু ম্যানেজ করতে পারতে হবে।
৯) তোমার চাকরির দায়িত্ব সঠিক ভাবে পালন করতে নিজেকে স্কিলড করো।
১০) কোম্পানির জন্য কাজ কোরো না, নিজের জন্য কাজ করো। কোম্পানি তোমাকে বাদ দিতে পারে,২ মাসের বেতন নাও দিতে পারে,তোমার অভিজ্ঞতা আটকে রাখতে পারবে না।
১১) সৎ থেকো। তাহলে শান্তি তে জীবন কাটাতে পারবে।
ভাল থেকো।