লেখক
বুধবার (২৮ জানুয়ারি) পৃথক সময়ে কক্সবাজার সদর উপজেলা ও টেকনাফে এসব ঘটনা ঘটে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মনুপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রাসিব (১৭) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে কক্সবাজার সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চৌফলদণ্ডী বাজার পাড়ার রবিউল আলমের ছেলে।
বুধবার দুপুরে সদর উপজেলার চৌফলদণ্ডীতে নিজ বাড়ির নলকূপের পাশে বিবি আমেনা (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত আমেনা ওই ইউনিয়নের ঘোনার পাড়ার মোহাম্মদ শহিদুলের স্ত্রী।

আমেনার মেয়ে জানান, দুপুরে খাবার খেয়ে মা নলকূপে পানি আনতে যান। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় আমেনার কপালে আঘাত ও গলায় ধারালো অস্ত্রের চিহ্ন ছিল। প্রতিবেশীরা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী শহিদুল বলেন, আমি বাসায় ছিলাম না। ছেলে-মেয়ের কাছে তাদের মায়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসে স্ত্রীর মরদেহ দেখতে পাই।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. বাবুল মিয়া জানান, হত্যার প্রাথমিক কারণ জানতে পুলিশ পরিবারের সদস্যসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের নুনিয়ারছড়াস্থ বাঁকখালী নদীর প্যারাবন থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির মৃত্যু কয়েক দিন আগে হতে পারে। কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
এদিকে, বুধবার দুপুরে টেকনাফ স্থলবন্দরের পশ্চিমের পাহাড়ে ঝুলন্ত অবস্থায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ঝুলন্ত মরদেহটি আনুমানিক ৩৫ বছর বয়সী কোনো যুবকের হতে পারে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। একইসঙ্গে পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
3 weeks ago
3 weeks ago
3 weeks ago
3 weeks ago
3 weeks ago
3 weeks ago
3 weeks ago
3 weeks ago
2 weeks ago
2 weeks ago
2 weeks ago
2 weeks ago