লেখক
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ছিটকে খাদে পড়ে যায়।আজ বেলা সাড়ে তিনটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশি এলাকা।
ফরিদপুরের বিয়ালমারী উপজেলার একটি রক্ষিতা স্টেশনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বাহি একটি পিকাপ এর তিন শ্রমিক নিহত হয়েছে।
এই ঘটনা আর আহত হয়েছেন আরো দশজন। আজ সোমবার বেলা তিনটার দিকে আরে না বে আলমারি ওর সদরের সেটা সেই এলাকায় কালুখালী বাটিয়াপাড়া রেলস্টেশনে ও দুর্ঘটনায় ঘটে।
নিহত তিনজন হলেন বিলকরাইল গ্রামের চায় পার মেলার দুই ছেলে জাব্বার মোল্লা ও মুসা মোল্লা এবং একই গ্রমের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।
দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বেলমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
রেলওয়ে পুলিশ ও একাধিক বাসিন্দার সৃতে জানা যায়, জনতা জোট মিলে কাজ শেষে ১৫ শ্রমিক পিকআপে করে দেয় বোয়ালমারী পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথে সোতাশি এলাকায় পৌঁছালে ওই রেল কংসের উপার্ শ্রমিক বাহি পিকআপ এর সাথে কালুখালী থেকে বাটিয়াপাড়া গামী যাত্রাবাড়ী লোকাল ট্রেনের সংঘর্ষণ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মৃত্যু হয়।
প্রত্যাক্ষদর্শীদের একজন তানিয়া বাসিন্দা বিলায়ে হোসেন। তিনি বলেন আমাদের বাড়ির সামনেই ঘটে দুর্ঘটনা। বাজার থেকে বাড়িতে এসে দুপুরের খাবার জন্য মাত্র বসেছি তাকান হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে যায়। দেখি ট্রেনের সঙ্গে জুট মিলে শ্রমিকদের গার্ডের সংঘর্ষণ হয়ে তিনজন মারা গেছেন। আরো কয়েকজন আহত নারী-পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে বেলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম রাকিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
4 days ago
3 days ago
1 day ago
1 day ago