লেখক
ঢাকার দল পরিবারের সদস্যদের হাত পা বেঁধ মারধ ও প্রাণনাশের হুমকি দিয়ে নগর টাকা,
ফোনটা দুই লাখ টাকা মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ। এই ঘটনার ভুওভেগি জয়নাল আবেদিন করেন। অভিযোগে বলেন গতকাল রাত তিনটার দিকে বাইরে যেতে ঘরের দরজা খুললে চার-পাঁচজন মুখোশধারী ব্যক্তি অতর্কিভাবে ঘরে ঢুকেন। তারা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন এবং এলোপাতাড়ি মারধর করেন। এ পর্যায়ে ডাকার দলের সদস্যরা ধারালো ছুরির ভয় দেখিয়ে আলমারি ও ব্যাগে থাকা নগদ অর্থ ও মালামাল লুট করে নেন।
মো. জয়নাল আবেদীন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেদ করে গেছেন। পরে নিরাপত্তার কথা চিন্তা করে তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, একটি অভিযোগ এসেছে। এটা ডাকাতি কি না তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।
জুমার নামাজের পর নিজের ফ্ল্যাটে ফিরছিলেন এক ব্যক্তি। লিফটে গিয়ে দেখেন, অজ্ঞাত ব্যক্তি উপস্থিত। এরপর কিছুই মনে নেই। তিন ঘণ্টা পর চেতনা ফিরে এলে দেখেন, ঘরের সব মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে।
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
1 week ago
4 days ago
3 days ago
2 days ago
1 day ago